সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু
শুরু হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা। প্রথম দিনই মেলা প্রাঙ্গণে করদাতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। মেলায় করদাতারা আয়কর রিটার্ন পূরণ করে জমা দেওয়া ও প্রযোজ্য কর পরিশোধ করতে পারবেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্মাণাধীন রাজস্ব ভবনে এ মেলার উদ্বোধন করা হয়।
আজ আয়কর মেলার উদ্বোধনকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সূত্রঃ http://www.kalerkantho.com/online/business/2017/11/01/560271